সিএমএম আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানোর পর সিএমএম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ শুক্রবার দুপুরের পর থেকেই আইনজীবীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করেন।

আইনজীবীরা গ্রেপ্তার হওয়া সব নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেন। ‘এক হও এক হও, জিয়ার সৈনিক এক হও’ এবং ‘১০ তারিখের অ্যাকশন, ডায়রেক অ্যাকশন’ স্লোগান দেন আইনজীবীরা।

এ সময় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান বলেন, ‘মুক্তিযুদ্ধের সূর্যসন্তানেরা এখনও জীবিত আছেন, তাদের যুদ্ধের ট্রেনিংও আছে। আপনারা দেখেছেন, ১০ তারিখের সমাবেশকে কেন্দ্র করে অবৈধ সরকার ন্যাক্কারজনক লুটপাট এবং গ্রেপ্তার চালিয়েছে। এমনকি মধ্য রাতে মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের মুক্তি চাই।’

এদিকে শুক্রবার দুপুরে পুলিশের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানোর পর বিশৃঙ্খলার আশঙ্কায় আদালত প্রাঙ্গণ নিরাপত্তা জোরদার করে পুলিশ।