শেষ ওয়ানডতে ভারতের দলে কুলদীপ

বাংলাদেশ সফরে চোট জর্জর ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মাসহ তিনজন চোটে পড়ে ছিটকে যাওয়ায় স্কোয়াড দাঁড়িয়েছিল ১৩ জনে। এমন পরিস্থিতিতে বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে সফরকারী দল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে। কুলদীপ আবার টেস্ট দলেরও সদস্য।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, দলে তিনটি চোট সমস্যা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে টেস্ট স্কোয়াডে থাকা কুলদীপ যুক্ত করা হয়েছে ওয়ানডে দলেও। এই বাঁহাতি স্পিনারসহ ওয়ানডে স্কোয়াডে সফরকারীদের সদস্য সংখ্যা হলো ১৪ জন।

ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। চোট পাওয়া পেসার দীপক চাহারও ওই ম্যাচে মাত্র তিন ওভার বল করেছেন। এরপর আর বল করতে পারেননি। চোটের কারণে ওই ম্যাচ খেলতে পারেননি পেসার কুলদীপ সেনও। এর আগে চোটের কারণে দেশে ফিরে গেছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত।

তৃতীয় ওয়ানডের জন্য ভারতের স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ইশান কিশান, শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, কুলদীপ যাদব।