রংপুর সিটি নির্বাচন: ২৬ নম্বর ওয়ার্ডে আবার ভোট

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী সমান ভোট পেয়েছেন। সেই কারণে ওই ওয়ার্ডে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। পুনরায় ভোগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রংপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ হয় মঙ্গলবার। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

ভোট গণনায় দুই কাউন্সিলর প্রার্থী মো. শাহাজাদা ঠেলাগাড়ি প্রতীকে ৩১৯৭ ভোট পান এবং সমান সংখ্যক ভোট পান সদ্য সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু তার ঘুড়ি প্রতীকে। ফলে এই ওয়ার্ডে কাউন্সিলর পদে কাউকে বিজয়ী না ঘোষণা করে পুণরায় ভেটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।