দেশে এখন আর অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি হয় না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশে এখন আর অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি হয় না, পুরো ব্যাংকই খালি করে দেওয়া হচ্ছে। যে কোনো সময় ব্যাংকগুলোকে দেউলিয়া ঘোষণা দেওয়া হবে।’ আজ সোমবার দুপুরে রাজশাহীর মুনলাইট গার্ডেনে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। সভায় বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সার, ডিজেল, গ্যাস, বিদ্যুৎসহ সব কিছু দাম বেড়েছে। কিন্তু কৃষকের ফসলের দাম বাড়েনি। উৎপাদন খরচের চেয়ে মূল্য কম হওয়ায় কৃষক জমিতেই ফসল ফেলে রেখে পচাচ্ছে। বাজারে তুলছে না।’

বর্তমান নির্বাচন ব্যবস্থা নিয়ে গয়েশ্বর বলেন, ‘দেশের কোনো নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল পাকিস্তান সরকার মেনে নিলে আমাদের যুদ্ধ করার প্রয়োজন দেখা দিত না। স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের চাওয়া বাস্তবায়ন হয়নি।’

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ।