যশোরে মাগুরা ফোরামের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

jessore map

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মুজিব সড়কস্থ কার্যালয়ে মাগুরা কল্যাণ ফোরাম যশোর’র উদ্যোগে শতাধিক গরীব-দুস্থ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ দিনু আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহ্সান হাবীব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাদুর হোসেন বিশ্বাস, প্রফেসর খোন্দকার ইনামুল কবীর, এ.জেড.এম আহসান হাবীব ও ডা. প্রদীপ গাইন, সহ-সভাপতি আসাদুজ্জামান, আলী রেজা, সাইদুর রহমান ও শান্তিরাম বিশ্বাস, অর্থ সম্পাদক অশোক বিশ্বাস, দপ্তর সম্পাদক ইমরুল হোসেন, নির্বাহী সদস্য আরিফুজ্জামান রিমন, জাহিদা পারভীন রীতি, অমিত রায় আনন্দ ও মনোজ কুমার সাহা প্রমুখ। সদস্যদের অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয়।