আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী ইইউ: চার্লস হোয়াইটলি

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) খুবই আগ্রহী।

আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে সফররত ইইউর ১১ সদস্যের প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সাংবাদিকদের একথা জানান।

হোয়াইটলি বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের ইতিবাচক মন্তব্যে আমরা খুবই আশাবাদী।’

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আরও বলেন, প্রত্যেকেই অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন চায় এবং সবার আগ্রহ এটি নিয়েই।