ভোটারের গোপনীয়তা যেন ফাঁস না হয়: রাশেদা সুলতানা

একজন ভোটারের গোপনীয়তা যেন ফাঁস না হয়— সে লক্ষ্যে কাজ করার জন্য সব প্রিসাইডিং অফিসারদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি ইভিএম পদ্ধতিতে উপনির্বাচনে জনগণের কাছে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ঘোষণা দেন।

অতীতের নির্বাচনের সমালোচনা করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, একমাত্র ইভিএম পদ্ধতিই সঠিক পন্থায় নির্বাচন হতে পারে। আমাদের ক্ষমতা অসীম না। সংবিধানে যেভাবে দায়িত্ব দেওয়া আছে, আমরা সেভাবেই পালন করব। তবে রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আমাদের সহযোগিতা করতে হবে। আমরা সাধ্যমতো ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করব।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে শূন্যপদে উপনির্বাচনে প্রিসাইডিং অফিসারদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একে এম গালিভ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ হোসেন খান, রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা নির্বাচন অফিসার মোতায়াক্কিল রহমান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, নাচোল থানার ওসি মিন্টু রহমান প্রমুখ।

পরে ৩ উপজেলার ১৮০ জন প্রিসাইডিং অফিসারের মতামত ও সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে বিএনপির এমপি ছিলেন আমিনুল ইসলাম। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।