যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করলেন ড.শাহীন

jessore education board

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে সচিব পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে খুলনা ব্রজমোহন (বিএল) কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক ড. বিশ^াস শাহীন আহম্মদ ও উপ-পরিচালক (হিঃ ও নিঃ) হিসাবে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক ড. এ এস এম রফিকুর রহমান যোগদান করেছেন। রবিবার ওই দুই কর্মকর্তার যোগদান করার পর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাদরে গ্রহণ করে নেন। এ সময় শিক্ষাবোর্ডের বিদায়ী সচিব প্রফেসর আব্দুল খালেক সরকারকে বিদায় জানানো হয়।

যোগদানের সময় উপস্থিত ছিলেন বিএল কলেজের অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক ফারুখে আজম আব্দুস সালাম, সহযোগি অধ্যাপক আসাদুজ্জামান, যশোর টিচার্স ট্রেনিং কলেজের সহযোগি অধ্যাপক আফজাল হোসেন, সহকারি অধ্যাপক শাহাবুদ্দিন, বিএল কলেজের সহকারি অধ্যাপক শেখ আসাফুর রহমান,

সহকারি অধ্যাপক ড. মিলি আম্বিয়া, যশোর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু, উপ-কলেজ পরিদর্শক মদন মহন দাস, উপ-বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম, শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আসাফুদ্দৌল্লা, সাধারণ সম্পাদক মাকসুদ আল হাবিব, শিক্ষাবোর্ড কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।