নড়াইলে পরিবহনসহ বিভিন্ন ধরণের যানবাহন থেকে থেকে চাঁদা তোলার অভিযোগে দুই শ্রমিককে আটকের প্রতিবাদে নড়াইল-যশোর, নড়াইল-খুলনা রুটসহ জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছে নড়াইল জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন বলেন, যানবাহন থেকে থেকে টাকা তোলার অভিযোগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিবি পুলিশ খোকন বিশ্বাস (৫০) ও শাকিব (১৭) নামে দুই শ্রমিককে আটক করে। এ ঘটনার প্রতিবাদে মালিক ও শ্রমিকরা যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্তু বাস চলাচল বন্ধ থাকবে।
নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো বলেন, শ্রমিকরা দুর্ঘটনার শিকার হলে বা কেউ মারা গেলে আমরা সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ সেই পরিবারকে অর্থিক অনুদান দিয়ে থাকি।
এতে মালিক বা শ্রমিক ইউনিয়নের কোন অভিযোগ নেই। তবুও পুলিশ আমাদের লোক ধরে নিয়ে গেছে। এর সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।