এইচএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ শুক্রবার

আগামিকাল শুক্রবার (১০ মার্চ) প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল । সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েসবসাইট থেকে ফল জানা যাবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জে করার ফল পুনর্নিরীক্ষার আবেদন গত বছরের তুলনায় ৬৫ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি আবেদন করেছেন ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা।
সূত্রের তথ্যমতে, দেশের আটটি শিক্ষা বোর্ড থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন এক লাখ ৪ হাজার ৬৬৫টি। এরমধ্যে কেবল ঢাকা শিক্ষা বোর্ডেই আবেদন করেছেন ৩১ হাজারের অধিক শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানায়, শুক্রবার এইচএসসির ফল পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষার ফল পাওয়া যাবে।