সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।

আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশে বাসটি উল্টে গিয়ে তাতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা জায়নি। তবে সৌদি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হতাহতদের অধিকাংশই আসির অঞ্চলের বাসিন্দা। এছাড়াও অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। আসির প্রদেশের আকাবা শার এলাকায় বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।