দাপ্তরিক যোগাযোগে ইংরেজি লিখলে লাখ ইউরো জরিমানা! 

দাপ্তরিক যোগাযোগে বিদেশি ভাষার ব্যবহার এড়ানো বাধ্যতামূলক করছে ইতালি। ইউরোপের দেশটি এমন একটি আইন করতে যাচ্ছে যাতে ইংরেজি কিংবা বিদেশি ভাষা দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করলে এক লাখ ইউরো জরিমানা গুনতে হবে ব্যবহারকারীকে।

লাখ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রেখে আইন করার প্রস্তাব করেছে দেশটির সরকার।

ক্ষমতাসীন ব্রাদার্স অব ইতালি পার্টির ফাবিও রামপেল্লি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এই বিল উত্থাপন করেছেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এতে সমর্থন দিয়েছেন।