বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, নিউ মার্কেট, বঙ্গবাজারসহ বিভিন্ন জায়গায় একের পর এক আগুন লাগছে। এ আগুনের রহস্য কী? আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে দীর্ঘায়িত করতে চায়, সে জন্য তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।
রোববার উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদে গরীব ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তদন্তের আগে কাউকে দোষারোপ করা উচিত নয় মন্তব্য করে মঈন খান বলেন, মার্কেটে যাতে আগুন না লাগে সেটা দেখার দায়িত্ব সরকারের। কিন্ত সরকার এ ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তদন্তের আগে কাউকে দোষারোপ করলে, আমরা তার তীব্র প্রতিবাদ করব। কাউকে উদ্দেশ্যমূলকভাবে দোষারোপ করে এইবার আওয়ামী সরকার পার পাবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ ৭২-৭৫ স্টাইলে দেশ চালাচ্ছে। তাদের অন্যায়ের কথা কেউ তুলে ধরলেই তাকে নির্যাতন করা হচ্ছে। কিন্ত এ সরকারের জুলুমের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে ১২০০ অসহায়, দুস্থ, গরিব-দুঃখী নারী-পুরুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বিএনপির নেতা এম কফিল উদ্দিস আহমেদ।
তাবিথ আউয়াল বলেন, বিভিন্ন দুর্যোগ ও দুরবস্থা সৃষ্টি করে আওয়ামী লীগ সরকার নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে। বিভিন্ন মার্কেটে একটার পর একটা আগুন লাগছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কী হবে? সাধারণ মানুষের কী হবে? ক্রেতা সাধারণের কী হবে? মানুষ আজ খুব অসহায়, কঠিন ও ক্রান্তিকাল অতিক্রম করছে।