ব্যাংকিং খাতে শুদ্ধচার বিষয়ক আলোচনা ও এতিম শিশুদের বস্ত্র বিতরণ

ব্যাংকিং খাতে শুদ্ধচার পরিপালনের গুরুত্ব বিষয়ক আলোচনা ও এতিম শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার অগ্রণী ব্যাংক অফিসার সমিতি যশোর আঞ্চলিক পরিষদ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক কমিটি খুলনা সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অগ্রণী ব্যংকের এমডি এবং সিইও মুরশেদুল কবীর ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ব্যাংকিং সেক্টরে শুদ্ধাচার পরিপালনের গুরুত্ব এবং শ্রেণিকৃত ঋণ আদায়ের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতি যশোর অঞ্চলের সভাপতি কওসার আলী।

বক্তব্য রাখেন যশোর অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক শেখ দ্বীন মহম্মদ, উপমহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান ইখতিয়ার উদ্দীন, সহকারী মহাব্যবস্থাপক ও ঝিনাইদহ অঞ্চল প্রধান গোপাল চন্দ্র গাইন, সহকারী মহাব্যবস্থাপক ও চুয়াডাঙ্গা অঞ্চল প্রধান রোকন উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতি যশোর অঞ্চলের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক কমিটি খুলনা সার্কেলের আহ্বায়ক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অফিসার সমিতি, সিবিএ নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, যশোর অঞ্চলের ব্যবস্থাপকবৃন্দ ও সর্বস্তরের অফিসার ও কর্মচারী উপস্থিত ছিলেন।