চৌগাছায় ব্রজপাতে যুবকের মৃত্যু

যশোরের চৌগাছায় বজ্রপাতে সাগর কুমার বিশ্বাস (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার তারনিবাস মাঠে এ দূর্ঘটনা ঘটে । পৌর এলাকা ৭নং ওয়ার্ডে হালদার পাড়া রবি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস।

স্থানীয় কাউন্সিলর ও পরিবারের লোকজন সুত্রে জানা যায়, আকাশের অবস্থা খারাপ দেখে নিজস্ব ইরি ধানের জমিতে ধান গুলো বৃষ্টি পানিতে না ভেজে পিতা রবি বিশ্বাস,বড় ভাই সাধন বিশ্বাস,

,কাকা মৃত্যুঞ্জয় বিশ্বাস , বজ্রপাতে নিহত সাগর বিশ্বাস ধান গাদা দিচ্ছিল। এমন সময় আকাশ মেঘলা প্রচন্ড গর্জনে বজ্রপাতে সাগর বিশ্বাস ঘটনাস্থলে মারা যায়। এসময় তার জামাকাপড় বজ্রপাতে আগুনে পুড়ে যায় এবং পিতা রবি বিশ্বাস, কাকা মৃত্যুঞ্জয় ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। নিহতের বড় ভাই সাধন বিশ্বাস অজ্ঞান অবস্থায় পিতা ও কাকা ডেকে উঠিয়ে এলাকার লোকজন ডেকে সাগর বিশ্বাস কে হাসপাতলে পাঠালে কর্তব্যরত ডাক্তার বি এম ছামছুজ্জামান বলেন হাসপাতালে আনার পূর্বে মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন এই সংক্রান্তেএকটি অপমৃত্যু মামলা হয়েছে।