যশোরে কোটি টাকার স্বর্ণ ফেলে নদীতে ঝাপ

বিজিবি ২১ব্যাটালিয়ন অধিনায়কের এর নিজস্ব সোর্সের ভিত্তিতে শুক্রবার ৫মে লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল বেনাপোল সীমান্তের গোগার জোড়া পুকুর নামক ইছামতি নদীর পাড় থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি ব্যাগটি তল্লাশী করে ১ কেজি ৪০২ গ্রাম ওজনের মোট ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করেন। উক্ত স্বর্ণের বারগুলো কালো রংগের ব্যাগের ভিতরে কস্টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল।

আটককৃত স্বর্ণের বারগুলো গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করার চেষ্টা হচ্ছিল। আটককৃত স্বর্নের আনুমানিক মূল্য এক কোটি বিশ লক্ষ চব্বিশ হাজার টাকা বলে প্রাথমিকভাবে জানিয়েছে বিজিবি।
স্বর্ণের বারগুলো যশোর শার্শা থানায় মামলা দায়ের শেষে যশোর ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, ২১ বিজিবি খুলনার অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান।