শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক

just logo

শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি’র মাতা ও বিশিষ্ট ভাষা সৈনিক মরহুম এম এ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর কলাবাগানে নিজ বাস ভবনে শিক্ষামন্ত্রীর মাতা রহিমা ওয়াদুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক শোক বার্তায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র মা রহিমা ওয়াদুদ একজন বিদুষী নারী ছিলেন।

স্বীয় গুণাবলী দিয়ে তিনি তাঁর সন্তানদের জাতির সম্পদ হিসেবে গড়ে তুলেছেন। আমি তাঁর মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।