পূর্ব শত্রুতার জের ধরে যশোর শহরের ধর্মতলা এলাকার আওয়ামী লীগ অফিসে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় ওই অফিসে থাকা বেশ কিছু জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে শহরের খড়কি দক্ষিণপাড়ার রাজুর নেতৃত্বে এই বোমা হামলা চালানো হয়।
স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকার ব্লাক জনি, জনি সরদার, ইন্দু মামুন, রনি সরদার ও রাজুর সাথে একই এলাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দের সাথে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল বুধবার রাত ৯টার দিকে ধর্মতলা আওয়ামী লীগ অফিসে ওই সকল সন্ত্রাসীরা পরপর দুইটি বোমার হামলা করে। এসময় ওই অফিসে থাকা বেশ কিছু জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিষয়টি স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করেছে।