ডেঙ্গিতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৯৭

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

নতুন তিনজনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গিতে মোট ১৬ জন মারা গেলেন।

বর্তমানে ৩৮৭ জন ডেঙ্গি রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৪৯ জন ঢাকার বাইরের।

এ বছর মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭৬ জন। এদের মধ্যে ৬৮২ জন ঢাকার বাইরের।

গত বছর ডেঙ্গিতে মোট ২৮১ জনের মৃত্যু ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।