প্রকাশ্যে শহরের গাড়ীখানা রোডস্থ পুলিশ প্লাজা নামক মেলার মধ্যে বার্মিজ টিপ চাকু নিয়ে জনমনে ভীতি সঞ্চার অভিযোগে উঠতি বয়সের চার সন্ত্রাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের দখল হতে ২টি বার্মিজ টিপ চাকু উদ্ধার দেখিয়েছে। গ্রেফতারকৃত ও তাদের সহযোগী অজ্ঞাতনামা পলাতক ্আসামীর বিরুদ্ধে দুপুরে কোতয়ালি থানায় দ্রæত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বাগেরহাট জেলার মোল্লারহাট থানার শারুলিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর (হারান কলোনী) এলাকার দাউদ হোসেনের ছেলে জিসান ওরফে ভাগ্নে জিসান,যশোর শহরের পোষ্ট অফিসপাড়া সিভিল কোর্টের সামনে বর্তমানে শংকরপুর ভাঙ্গারীপট্টি এলাকার বকুল শেখ এর ছেলে শান্ত শেখ, ফরিদপুর জেলার সালথা থানার ফুকরা গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর (হারান কলোনী) এলাকার ফারুক তালুকদারের ছেলে হাসিবুল ইসলাম ও যশোর শহরের শংকরপুর আশ্রম রোড এলাকার ইউসুফ শেখ এর ছেলে গোলাম রাব্বি। এ সময় অজ্ঞাতনামা ২/৩জন পালিয়ে গেছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর এসআই হেলাল উজ্জামান জানান, শনিবার ১০ জুন সকালে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে বেলা ১০ টা ৫০ মিনিটে শহরের দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন। শহরের গাড়ী খানা রোডস্থ পুলিশ প্লাজা নামক মেলার মধ্যে নাগলদোলা ও নৌকা রাইডস এর পশ্চিম পাশে ফাঁকা জায়গায় কতিপয় উঠতি বয়স্ক যুবক/ যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত এসআই সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বেলা ১১ টায় উল্লেখিত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর এক পর্যায় উল্লেখিত গ্রেফতারকৃত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩জন দ্রæত কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের মধ্যে জিসান ওরফে ভাগ্নে জিসান ও শান্তর দখল হতে দু’টি বার্মিজ টিপ চাকু উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কোতয়ালি থানায় নিয়ে তাদের ও অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলা দেন। গ্রেফতারকৃতদের দুপুরের পরে আদালতে সোপর্দ করেন।