যশোরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, স্বামী ও সৎ ছেলে গ্রেফতার

যশোরের মনিরামপুরে চাঞ্চল্যকর গৃহবধূ সাথী আক্তার হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার অভিযোগে নিহতের স্বামী আব্দুর রশিদ (৪৫) এবং সৎ ছেলে জিসানকে (২২) গ্রেফতার করা হয়েছে। একইসাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র কুড়াল ও শীলের নড়া উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার রনওক জাহান।
পুলিশ সুপার রনওক জাহান জানিয়েছেন, অভয়নগর থানাধীন শংকরপাশা এলাকা থেকে প্রধান সন্দেহভাজন স্বামী আব্দুর রশিদ মিন্টু এবং সৎ ছেলে জিসানকে গ্রেফতার করা হয়েছে।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সাথী আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও শীলের নড়া জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল সকাল আনুমানিক নয়টার দিকে মনিরামপুর থানার খাটুয়াডাঙ্গা গ্রামে আব্দুর রশিদ মিন্টুর চাতাল ঘরের ভেতর থেকে সাথী আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহতের শরীরে মাথা সহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় নিহতের ভাই মোঃ শহিদুল ইসলাম (৪৪) বাদী হয়ে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।