শার্শায় পুলিশের অভিযানে আটক ২

যশোরের শার্শায় এজাহারভুক্ত ও একজন পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আসামি মোট দুইজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার নাভারণ যাদবপুর (ঘোষপাড়া) ও কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন, বাগুড়ী গ্রামের মৃত সরোয়ার সরদারের ছেলে মাহামুদ আলী (৫৫) ও যাদবপুর (ঘোষপাড়া) এলাকার মৃত হাবিবুর মোড়লের ছেলে বিল্লাল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন এজাহারভুক্ত এক আসামি বাগুড়ী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে মাহামুদ আলীকে আটক করা হয়। অপর দিকে নাভারণ যাদবপুর (ঘোষপাড়া) এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল
হোসেন আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম. রবিউল ইসলাম জানান, আটক দুইজন আসামিকে মঙ্গলবার দুপুর যশোর বিজ্ঞ
আদালতে সোর্পদ করা হয়েছে।