বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্রিকসে যোগদান করে সরকার কখনোই সফল হতে পারবে না, যতক্ষণ দুর্নীতি রোধ করতে না পারবে।
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের তাতিপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনসহ ৮ দেশের অর্থনৈতিক জোট ব্রিকস।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি নিজেদের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলন করছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির আন্দোলন চলমান। বিএনপি যে জনগণের দল তা গত দুই বছরে সভা-সমাবেশে জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণে তার প্রমাণ পাওয়া গেছে। দলীয় কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই সুষ্ঠু নির্বাচনের নিরপেক্ষ সরকার দরকার। এই সব অধিকার আদায়ে আন্দোলন করছে বিএনপি। আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে।
সরকারি দলের লোকেরা আন্দোলনের সময় সহিংসতা করে বিএনপির উপর দোষ চাপায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ।