এশিয়া কাপ: বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বুধবার এশিয়া কাপের সূচি ঘোষণা করতে পারে। তার আগে খসড়া সূচি জানা গেছে। ওই সূচি অনুযায়ী, বাংলাদেশ এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার ক্যান্ডিতে হবে ওই ম্যাচ।

এরপর বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান। লাহোরে ৩ সেপ্টেম্বর রাখা হয়েছে ওই ম্যাচটি। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে বিষয়টি জানা গেছে।