শেষ ওয়ানডের দলে ফিরছেন শান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে বাংলাদেশ দলে আসছে বেশ কিছু পরিবর্তন। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।

এশিয়া কাপের দলে ছিলেন নাজমুল শান্ত। ভালো ছন্দেও ছিলেন তিনি। কিন্তু গ্রুপ পর্বের দুই ম্যাচের পরে ইনজুরির কারণে সুপার ফোরের ম্যাচ খেলতে পারেননি তিনি। ওই ইনজুরি থেকে ফিরে ম্যাচ খেলার অপেক্ষায় আছেন এই বাঁ-হাতি ব্যাটার।

শেষ ওয়ানডে থেকে বিশ্রাম নিয়েছেন দলকে নেতৃত্ব দেওয়া লিটন দাস। তার জায়গায় মেহেদী মিরাজ অধিনায়কত্ব করবেন। তিনি প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না। মিরাজের সঙ্গে ফিরছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

এছাড়া প্রথম দুই ওয়ানডে খেলা তামিম ইকবাল শেষ ওয়ানডে থেকে বিশ্রাম চেয়েছেন। কোমরের ইনজুরির কারণে এশিয়া কাপে ছিলেন না বাঁ-হাতি অভিজ্ঞ ওপেনার। কিউইদের বিপক্ষে ইনজুরি থেকে ফিরে একদিনের ব্যবধানে দুই ম্যাচ খেলেছেন তিনি। যদিও প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিং করা হয়নি তার।