মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে থামানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের সমর্থন নিয়ে আমরা চলছি, আগামীতে জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করব।
আমেরিকার সমালোচনা করে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ নানা সমস্যায় জর্জরিত। ফিলিস্তিনে রক্ত ঝড়ছে, সুদানে খাদ্যাভাব, সোমালিয়ায় দুর্ভিক্ষ- এসব দেশে আমেরিকার কোনো ভূমিকা দেখা যায় না। তাদের যত মাথাব্যথা বাংলাদেশ নিয়ে। কে নিষেধাজ্ঞা দিল, কে স্যাংশন দিল তাতে আমাদের কিছু যায় আসে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। ৭১-এ কেউ আমাদের থামাতে পারেনি, এখনও কেউ পারবে না।
মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ নৈরাজ্য, অপরাজনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যেখানে ২৪ ঘণ্টায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না সেখানে এখন ঘরে ঘরে বিদ্যুৎ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সবক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের পথ সুগম হয়েছে। মাত্র আধাঘণ্টায় মাওয়া, ৩ ঘণ্টায় বরিশাল, আড়াই ঘণ্টায় গোপালগঞ্জ যাওয়া যায়। এলিভেটেড এক্সপ্রেস, বঙ্গবন্ধু (কর্ণফুলী) টানেল, মেট্রোরেল- এগুলো এই সরকারের কাজের সুফল।
তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী একটা অস্থিরতা বিরাজ করছে। এর ঢেউ বাংলাদেশেও পড়েছে। ফলে দ্রব্যমূল্যের দামে কিছুটা প্রভাব পড়েছে। কিন্তু বেশিদিন থাকবে না। অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।