খালেদা জিয়াকে মুক্ত না করে রাজপথ ছাড়ব না: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমরা রাজপথে নেমেছি- যতক্ষণ না খালেদা জিয়াকে মুক্ত করে আনব ততক্ষণ রাজপথ ছেড়ে যাব না।’

আজ রোববার ময়মনসিংহে বিএনপির রোডমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, ‘আজ আওয়ামী লীগের রাগ কেন বেগম খালেদা জিয়ার ওপর? কারণ, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালবাসেন। এই কারণে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তার চিকিৎসা বাধাগ্রস্ত করে, কিসের জন্য বিদেশে যাওয়ার পথ বন্ধ করে করেছে?’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা। এই দেশের মানুষ মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠিত করেছিল। দেশের মানুষ ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার চায়।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার দেশের মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে। তারা একদলীয় বাকশাল কায়েম করেছে। তারা মানুষকে কোনো ভিন্নমত প্রকাশ করতে দেয় না। ওরা মনে করে আওয়ামী লীগ যা বলে দেবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তা-ই শুনবে। এটা কোনোদিন হতে পারে না।’

তিনি বলেন, ‘এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। যত শিগগির তারা ক্ষমতা থেকে বিদায় নেবে বাংলাদেশের জন্য তত মঙ্গল। আমরা এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।’