যৌতুক দাবিতে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় আটক হলো যশোর সদরের ফতেপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বাহারুল ইসলাম । মঙ্গলবার সকালে যশোরের একটি আদালত বাহারুল ইসলামকে তার জামিনের আবেদন না নাকোচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায় গত ০১/১২/২০১৭ যশোর সদরের ভায়নার শেখ বোরহান উদ্দিনের পুত্র মোঃ বাহারুল ইসলামের সাথে অভয়নগর থানার চলিশিয়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের কন্যা খালেদা খাতুনের সাথে ৫০ হাজার টাকা দেন মোহরে উভয় পরিবারের সন্মতিতে বিয়ে হয়।
বিয়ের পর থেকে বাহারুল ইসলাম বিভিন্ন সময় ব্যবসার অজুহাত দেখিয়ে ২ লাখ টাকা দাবী করতে থাকে।মেয়ের সংসারে সুখের কথা ভেবে সহজ সরল মুদি ব্যাবসায়ী মোঃ হাবিবুর রহমান জামাতা বাহারুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেন।এর পর থেকে বাহারুল আবার ও ২ লাখ টাকা দাবী করতে থাকে।বাহারুল ও খালেদার দাম্পত্য জীবনে দু পুত্র রিফাত (১৩)ও রিয়াদ (৭) বেড়ে উঠতে থাকলেও থেমে থাকেনা বাহারুল ইসলামের ২ লাখ টাকা যৌতুক দাবী।খালেদার খাতুনের ওপর শুরু হয় শরীরিক ও মানসিক নির্যাতন। এক পর্যায়ে খালেদা খাতুন কে অমানুষিক নির্যাতন করে দুই সন্তান কেড়ে নিয়ে পিতার বাড়ীতে পাঠিয়ে দেয়।
খালেদা খাতুনকে শারীরীক নির্যাতন করে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। পরে এই ঘটনায় খালেদা খাতুন বাদী হয়ে গত ২৬/০১/২৩ আদালতে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার বাহারুল আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।