বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার দুটি পদে পরীক্ষা হওয়ার কথা ছিল আজ শনিবার (১৪ অক্টোবর)।
কিন্তু পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রের মাঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে।
ফলে, এই নিয়োগ পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ২১ অক্টোবর একই স্থানে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিমান৷ সেখানে অবশ্য পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য’ উল্লেখ করা হয়েছে।
বিমানের মানবসম্পদ শাখার উপ-মহাব্যবস্থাপক অনুমোদিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ (কাওলা) কেন্দ্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিজ ৩ (কিচেন) ও কমিজ ৩ (বেকারি) পদের নির্ধারিত লিখিত পরীক্ষা ১৪ অক্টোবরের পরিবর্তে আগামী ২১ অক্টোবর বিকাল ৩টায় একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার্থীদের ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে অবগত করা হয়েছে এবং বিমানের www.biman.gov.bd ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ আপলোড করা হয়েছে।