যশোর শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬৯.৮৮ শতাংশ

jessore education board

উচ্চ মাধ্যমিকের ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬৯দশমিক
৮৮শতাংশ। গত বছর থেকে এ বছর পাশের হার ১৪ শতাংশ কম। গত বছর গড়
পাশের হার ছিলো ৮৩.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ১৮ হাজার ৭০৩
জন শির্ক্ষাী।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, চলতি বছর খুলনা বিভাগের ১০ জেলার
৫৭৫টি কলেজ থেকে ১ লাখ ১০ হাজার ৩৫৫ জন পরীর্ক্ষাী পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে ছেলে ৫৫ হাজার ২১৩ ও মেয়ে ৫৫ হাজার ১৪২। যার মধ্যে নিয়মিত
পরীক্ষার্থী ৯৮ হাজার ৭৩৭ জন ।

অনিয়মিত ১১ হাজার ৩৯৯ জন।

দুই বছরের পরিবর্তে প্রস্তুতির জন্য মাত্র দেড় বছর সময় পাওয়ায় পরীক্ষা
নিয়ে বেশ চিন্তিত ছিলো শিক্ষার্থীরা। তবে আজ আশানুরুপ ফলাফল
পেয়ে সন্তোশ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তবে সার্বিক ফলাফালে
খুশি শিক্ষকরা। তাদের দাবি মূলত করোনার পরে পূর্ণ সিলেবাসে পরীক্ষা ও
পর্যপ্ত সময় না পাওয়ায় বোর্ডের গড় পাশের হার কমেছে।