যশোরে ধাতব পদার্থের মূর্তিসহ দুই প্রতারককে আটক করেছে
ডিবি পুলিশ। আটককৃতরা হলো, শার্শা উপজেলার কাঠুরিয়া
গ্রামেরমৃত আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাক (৫৮) ও ঝিকরগাছা
উপজেলার নাভারন গ্রামের মৃত রজব আলীর ছেলে রুহুল কুদ্দুস (৫৩)।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, তারা গোপনে খবর পান
সিটি প্লাজার হোটেলে মুর্তি নিয়ে দুই প্রতারক অবস্থান করছে।
এ খবরের ভিত্তিতে শুক্রবার (১ ডিসেম্বর) শহরের সিটি প্লাজা হোটেলের
৪০৪ নাম্বার কক্ষে অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি ধাতব
পদার্থের মূর্তি উদ্ধার করা হয়েছে।
ডিবি জানায়, আসামিরা ওই মূর্তি দেখিয়ে বিভিন্ন ভাবে
প্রতারণা করে আসছিলো। এমন খবরের ভিত্তিতে এসআই মাইদুল
ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে
আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।