সাকিবের কেন্দ্রে ভোট পড়েছে ৫২ শতাংশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। চলছে ভোট গণনা। মাগুরা-১ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। 

মাগুরায় পৌরসভার দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ক্রিকেটার সাকিব আল হাসান। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮১৮। প্রাথমিক তথ্যমতে কেন্দ্রটিতে মোট ১৪৬৭ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। হিসাবমতে যা প্রায় ৫২ শতাংশ।

মাগুরা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে মোট ভোটার ছিল ৮০ দশমিক ৫৩ শতাংশ।

গত নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান।