গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫০ ফিলিস্তিনি

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় খান ইউনিসে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, খান ইউনিসের আল-সাতার আল-ঘারবি এলাকায় ইসরাইলি গোলাবর্ষণে দুই শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

এদিকে গাজায় মানবিক ত্রাণের জন্য অপেক্ষা করার সময় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত ও ১৫০ জন আহত হয়েছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাার সাংবাদিক ইসমাইল আল-ঘৌল জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজার জেইতুন এলাকার পূর্বাঞ্চলীয় কুয়েত রুনাদবাউতে এ হামলার ঘটনা ঘটে।

ইসরাইলি ট্যাংক ওই এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে শেল ও গুলো ছোড়ে। তিনি বলেন, পরিস্থিতি খুবই সংকটাপন্ন।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মাহমুদ বাসল জানিয়েছেন, ইসরাইলি বাহিনী প্রবেশে বাধা দেওয়ায় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৫ হাজার ৭০০ জন নিহত ও ৬৩ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে।