বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেলেন যারা

Bangladesh's Shoriful Islam (2R) celebrates with teammates after taking the wicket of Sri Lanka's Kusal Mendis (not pictured) during the Asia Cup 2023 super four one-day international (ODI) cricket match between Sri Lanka and Bangladesh at the R. Premadasa Stadium in Colombo on September 9, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৪ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। গতবারের মতো এবারও ২১ জন জায়গা পেয়েছেন চুক্তিতে। চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার বোর্ড সভা শেষে ঘোষণা করা হয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের নাম।

সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন ও শরীফুল ইসলাম—এই পাঁচজন আছেন তিন সংস্করণের চুক্তিতেই। গতবার তিন সংস্করণেই চুক্তিতে থাকা তাসকিন আহমেদকে এবার টেস্টে রাখা হয়নি। তবে এই পেসার আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে। গতবার তিন সংস্করণেই ছিলেন সাকিব, লিটন, মিরাজ ও তাসকিন এই চারজন। এবার তিন সংস্করণে প্রথমবার জায়গা পেয়েছেন নতুন অধিনায়ক নাজমুল হোসেন ও পেসার শরীফুল।

আরও পড়ুন: সাকিবের অধিনায়কত্ব ছাড়ার চিঠি নিয়ে যা জানাল বিসিবি

গতবারের ২১ জনের মধ্যে এবারের চুক্তিতে নেই চারজন। যাদের মধ্যে সবচেয়ে বড় নাম সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিম অবশ্য নিজেই অনুরোধ করেছিলেন তাকে চুক্তিতে না রাখতে। নেই চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া পেসার ইবাদত হোসেন। বাদ পড়েছেন আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনও।
এবার প্রথমবারের মতো চুক্তিভুক্ত হয়েছেন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান। ২০২৩ সালের পারফরম্যান্স দিয়েই কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন দুজন। হৃদয় ওয়ানডে ও টি-টোয়েন্টি, এই দুই সংস্করণে সুযোগ পেয়েছেন। তানজিম শুধু ওয়ানডের চুক্তিতে।

শুধু ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। গতবারও তিনি শুধু ওয়ানডের চুক্তিতেই ছিলেন।

এক বছর বিরতির পর আবারও চুক্তিভুক্ত হয়েছেন টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান। ২০২০ সালের পর আবার চুক্তি ঢুকেছেন অফ স্পিনার নাঈম হাসান। দুজনই শুধু টেস্টের চুক্তি পেয়েছেন।

গতবার টেস্ট ও টি-টোয়েন্টি চুক্তিতে থাকা নুরুল হাসান এবার শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেন।

২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন

তিন সংস্করণ

সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন ও শরীফুল ইসলাম

দুই সংস্করণ (টেস্ট ও ওয়ানডে)

মুশফিকুর রহিম

দুই সংস্করণ (ওয়ানডে ও টি-টোয়েন্টি)

তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ

এক সংস্করণ (টেস্ট)

মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাঈম হাসান

এক সংস্করণ (ওয়ানডে)

মাহমুদউল্লাহ ও তানজিম হাসান

এক সংস্করণ (টি-টোয়েন্টি)

নাসুম আহমেদ, মেহেদী হাসান ও নুরুল হাসান

বাদ পড়েছেন যারা
তামিম ইকবাল, ইবাদত হোসেন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন

চুক্তিতে নতুন

তাওহিদ হৃদয়, তানজিম হাসান

চুক্তিতে ফিরেছেন

মাহমুদুল হাসান ও নাঈম হাসান