আমরা শর্তহীন সংলাপের প্রস্তাব গ্রহণ করেছিলাম: ড. মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা তো সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি। শর্তহীন সংলাপের প্রস্তাব পর্যন্ত গ্রহণ করেছিলাম। নির্বাচনের তফশিল ঘোষণার আগে মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শর্তহীন

সংলাপের জন্য একটি চিঠি দিয়েছিলেন। সেটাতেও আমরা সম্মত হয়েছিলাম।

দ্বাদশ সংসদ নির্বাচন ও বিএনপির রাজনীতির ভবিষ্যত নিয়ে যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাতকারে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন সরকার যদি মনে করে, আমরা গায়ের জোরে দেশ চালিয়ে যাব তাহলে কিছু করার নেই, কিছু বলার নেই।