বিদ্যুতের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন আজ, ফেব্রুয়ারি থেকেই কার্যকর

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা বাড়বে। বিদ্যুতের নতুন এ দর ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে। আজকেই (বৃহস্পতিবার) বিদ্যুৎ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করবে।

বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, এখন বিদ্যুতের গড় উৎপাদন খরচ পড়ছে ১২ টাকার মতো, আর ৭ টাকায় বিক্রি করা হচ্ছে। চলতি বছর বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ধীরে ধীরে কয়েক বছর ধরে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। কম ব্যবহারকারী গ্রাহকের বিদ্যুতের দাম কম বাড়বে, আর উপরের দিকে বেশি বাড়বে।

প্রতিমন্ত্রী আরও জানান, পেট্রোলিয়ামের ক্ষেত্রে প্রাইসিং ফরমুলা মার্চ থেকে চালু হবে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি বিদ্যুতের দাম বৃদ্ধি কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেছিলেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে। কিন্তু আজ জানান, ফেব্রুয়ারি থেকেই নতুন এই দাম কার্যকর হবে।