বেনাপোলে ২৯৯ বোতল ফেনসিডিল সহ সুমন নামে এক যুবক আটক

বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে সুমন রহমান (৩৫) নামে এক মাদকব্যবসায়ি ২৯৯ বোতল ফেনসিডিল সহ আটক হয়েছে। সোমবার রাত ২.১৫ মিনিটের সময় ওই গ্রামের শহিদুল্লাহর বাড়ির
সিড়ির নীচ থেকে ভারত থেকে আনা ফেনসিডিল এর চালান উদ্ধার করে যশোর র‌্যাব।

আটককৃত সুমন বেনাপোল পোর্ট থানার পুটখালী (পশ্চিম পাড়া) গ্রামের হবিবর রহমান এর ছেলে।

যশোর র‌্যাব -৬ এর অধিনায়ক মেজর সাকিব এক প্রেস লিষ্টে জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে থানার পুটখালী গ্রামে শহিদুল্লাহর বাড়িতে অভিযান চালানো হয়। এরপর শহিদুল্লাহর চাচাতো ভাই সুমনকে গ্রেফতার করে তার তথ্যের ভিত্তিতে শহিদুল্লাহর বাড়ির সিঁড়ির নীচ থেকে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সুমন তাদের কাছে শিকার করে যে, তার চাচাতো ভাই ঢাকায় থাকে। আর সেই সুযোগে সে ভারত থেকে মাদকদ্রব্য এনে তার বাড়িতে রেখে ব্যবসা করে।

আটককৃত সুমন রহমানকে ফেনসিডিল সহ মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানা ওসি সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেছেন আসামিকে আগামি কাল যশোর জেল হাজতে পাঠানো হবে।