যশোরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমান

যশোর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল বুধবার দুপুর থেকে বেলা তিনটা পর্যন্ত যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার দড়াটানা ভৈরব চত্বর, জেল রোড চৌরাস্তা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রাবেয়া স্টোরকে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করায় ৪ হাজার টাকা,মদিনা ফল ঘরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তরমুজের বাজার পরিদর্শন করা হয় এবং তারা যেন বেশি মুনাফার আশায় অধিক দামে তরমুজ বিক্রয় না করে সে ব্যাপারে সতর্ক করা হয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতি পিস হিসাবে বিক্রয় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথ ভাবে প্রদর্শন না করার ও পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(৩৭) ও (৩৮) ধারায় জরিমানা করা হয়।