শ্রম পাচারের শিকার হয়ে লিবিয়া এবং সৌদি আরব থেকে ফিরে আসা তিনজন সার্ভাইভারকে জীবন পুনর্গঠনের জন্যে ইঞ্জিনচালিত রিকশা ও ভ্যান প্রদান করেছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। গতকাল বুধবার ২০ মার্চ বিকেলে তাদের হাতে এগুলো তুলে দেন সংস্থার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা ও নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। এসময় সংস্থার পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত, উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম এবং ম্যানেজার (মনিটরিং) দেবব্রত ঢালী উপস্থিত ছিলেন। কোইকা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর অর্থায়নে সংস্থা পরিচালিত ‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত উদ্যোগ’ প্রকল্পের অর্থনৈতিক পুনঃএকত্রীকরণ সহায়তার আওতায় এই রিকশা ও ভ্যান প্রদার করা হয়।
সাপোর্ট প্রাপ্তদের মধ্যে বাঘারপাড়ার জাহাঙ্গীর হোসেন দালালের খপ্পড়ে ভারত থেকে লিবিয়ায়, নাসির হোসেন ভারত থেকে সৌদি আরবে এবং মণিরামপুরের জসিম উদ্দিন ভারত থেকে সৌদি আরবে পাচার হয়েছিলেন। তাদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ২০২২ সালের ডিসেম্বরে, নাসির হোসেন ২০২৩ সালের জানুয়ারি মাসে এবং জসিম উদ্দিন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ফিরে আসেন। রাইটস যশোর তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে জীবনদক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে। দুইজন চরম অসুস্থ থাকায় তাদেরকে চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়।