যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে যশোর শহরস্থ গোহাটা রোড জাতীয় পার্টির যশোর জেলার দলীয় কার্যালয়ে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে এবং যশোর জেলা শাখার আহবায়ক আলহাজ্ব আজিজুর রহমান আজিজ এর সভাপতিত্বে হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক, মোঃ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিরন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলটির সদস্য সচিব ডাঃ মুফতি ফিরোজ শাহ সহ যশোর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।