চুরি করা পানির ৪টি মটরসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়া গ্রামে। আটক দুইজন হলো ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান (৩৫) এবং চাঁচড়ার বেতকণ্ঠের ছেলে শিশির (২০)।
চাঁচড়া বর্মণপাড়ার সাম বর্মনের ছেলে বিশ্বজিৎ বর্মন কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার বাড়ির অদুরে ছোট নারায়ণপুর গ্রামে তার পুকুর পাড়ে একটি ঘরের মধ্যে পুকুরে সেচকাজের জন্য চারটি মটর রাখা ছিলো। গত ১৬ মার্চ রাতে তিনি পানি দিয়ে ঘরের মধ্যে পাম্প (মটর) চারটি রেখে বাড়িতে যান। পরদিন সকালে তিনি সেখানে গিয়ে দেখেন মটর চারটি নেই। কে বা কারা সে গুলো চুরি করে নিয়েগেছে।
তিনি চুরি হওয়া মটর খোঁজ করে জানতে পারেন আসামি মেহেদী হাসানের বাড়িতে মটর ৪টি আছে। তিনি লোকজন নিয়ে গত শুক্রবার বিকেলে মেহেদীর বাড়িতে যান। সেখানে তাকে জিজ্ঞাসা করলে প্রথমে সে অস্বীকার করে। পরে ঘর তল্লাশি করে ৪০ হাজার টাকা মূল্যের ৪টি মটর খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। সে সময় উত্তেজিত লোকজন তাকে পিটুনি দেয়। পরে স্বীকার করে আসামি শিশিরকে সাথে নিয়ে সে ওই মটর ৪টি চুরি করে। পরে শিশিরকেও আটক করা হয়। চাঁচড়া পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশ সেখানে গিয়ে আসামিদের হেফাজতে নেয়।