যারা সম্মুখ সমরে যুদ্ধ করেছি তাদের প্রেরণা ছিলেন বঙ্গবন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা যারা সম্মুখ সমরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি আমাদের প্রেরণার উৎস ছিলেন বঙ্গবন্ধু। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আধুনিক স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। পরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। বেলা আড়াইটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, বিশেষ অতিথি বেনজির আহমদ এমপি, বিভাগীয় কমিশনার ঢাকা সাবিরুল ইসলাম, ডিআইজি ঢাকা রেঞ্জ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। বক্তব্য রাখেন ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার), মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান শহীদ, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে, ১৯৫২ থেকে ১৯৭১ সালের ধারাবাহিক আন্দোলনের প্রেরণা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকার বিভাগীয় কমিশনার বলেন, আজকের সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব হয়েছে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের এক সাগর রক্তের বিনিময়ে।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক বলেন, বাঙালি ও বঙ্গবন্ধু অনিবার্যভাবে পরষ্পর পরষ্পরের পরিপূরক। বাঙালি জাতীয়তাবাদ ও একটি স্বতন্ত্র ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয় চেতনার উন্মেষ ঘটেছিল বঙ্গবন্ধুর হাত ধরে।