যশোর র‌্যাব-৬ ক্যাম্পের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোলের পুটখালী গ্রামের ওলিয়ার রহমান গরু ফার্মের পাশে কলাবাগান থেকে ৩৯৬ পিস ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে। মাদক ব্যবসায়ীরা এলাকায় ফেন্সিডিল বিক্রয়ের পাচার করার জন্য মজুদ করে রাখছিল বলে জানিয়েছে র‌্যাব।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে ২৬ শে মার্চ সন্ধ্যায় অভিযানে ২ জন মাদকে আটক করেন তারা। আটক আসামিরা হচ্ছে জেলার বেনাপোল পোট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩০)ও বালুন্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইসরাফিল (২৮)। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বেনাপোল পুটখালীর উক্ত এলাকার বাগানের কলা গাছের ঝোপের মধ্য বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুটি বস্তা থেকে ৩৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটক আসামির মধ্যে হাফিজুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২ টি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা বিচারাধীন রয়েছে ও ইস্রাফিলের বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রয়েছে।