আফগানিস্তানে খেলার সময় মাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত 

দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে খেলার সময় মাইন বিস্ফোরণে নয় শিশু নিহত হয়েছে।

ধারণা করা হচ্ছে দেশটির কয়েক দশক ধরে চলা সংঘাতের সময় স্থাপন করা ল্যান্ডমাইন থেকে এ বিস্ফোরণ ঘটেছে।

সোমবার একজন প্রাদেশিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার বলেছেন, রোববার গজনি প্রদেশের গেরু জেলায় একদল ছেলে-মেয়ে খেলার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিসার এএফপিকে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের সময় থেকে একটি অবিস্ফোরিত মাইনটি যখন তারা নিয়ে খেলছিল তখন বিস্ফোরিত হয়। দুর্ভাগ্যক্রমে এ বিস্ফোরণে নয় শিশু নিহত হয়।

গজনি পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। তাদের বয়স চার থেকে দশ বছর।

১৯৭৯ সালে সোভিয়েত আক্রমণ, পরবর্তী গৃহযুদ্ধ এবং বিদেশি-সমর্থিত সরকারের বিরুদ্ধে ২০ বছরের তালেবান বিদ্রোহ থেকে বিস্তৃত কয়েক দশকের সংঘাতের কারণে আফগানিস্তানের অনেক স্থানে অবিস্ফোরিত মাইন, গ্রেনেড এবং মর্টার রয়ে গেছে।

সূত্র: এনডিটিভি