যশোরে মাদক মামলায় বেনাপোলের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড

যশোরে মাদক মামলার রায়ে বেনাপোলে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। গত বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল আলম এই আদেশ দিয়েছেন। দন্ডিত নারী রূপা বেনাপোলের ছোটআচড়ার হাকিমের বাড়ির ভাড়াটিয়া এবং যশোর সদরের বসুন্দিয়া গ্রামের মালোপাড়ার অলোক বিশ্বাসের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা।

মাদক মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে বেনাপোলের বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন লাইন পরিবহন কাউন্টারে সামনে অবস্থান নেয়। এ সময় ভ্যানযোগে এক নারীকে আসতে দেখে থামার নির্দেশ দেয়। এ সময় ভ্যানের যাত্রী রূপাকে তল্লাশি করে দেহে পেচানো পাইপের মধ্যে থেকে ৪ কেজি ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার এবি ছিদ্দিক বাদী হয়ে আটক রূপার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনায় সাথে জড়িত থাকায় রূপাকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুর রহমান। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি রূপার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রূপা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।