যশোরে রিপন হত্যা মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে

যশোর শহরের খড়কি বামনপাড়ার লেদ মিস্ত্রি রিপন হত্যা মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলো, শহরের রেলগেট কলাবাগান এলাকার মজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা ও রেলগেট পশ্চিম পাড়ার লিয়াকত আলী সালামের ছেলে দেলোয়ার হোসেন দেলু।

বৃহস্পতিবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দিয়েছেন।

 

মামলার অভিযোগে জানা গেছে, রিপন লেদে কাজ করে জীবীকা নির্বাহ করতেন। আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ২০২৩ সালের ১৬ অক্টোবর সন্ধায় রিপন ও তার বন্ধু মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়। হামলাকারীরা রিপন তার বন্ধুদের ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। গুরুতর জখম রিপনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষন করেন। এ ঘটনা নিহত রিপনের মা রুপবান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অপরিচিত ৫/৭ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে প্রত্যেককে একদিন করে রিামন্ড মঞ্জুর করেন।