দ্বিতীয় ধাপের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মোঃ শামীম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার এস এম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, মাননীয় সুপ্রীম কোর্টের সিএমপি নং ৩৭৫/২০২৪ এর ১৫ মে ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের আদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে ১৮ মে ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের নির্দেশনা অনুযায়ী ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী থাকায় উপজেলা পরিষদ বিধিমালা ২০১৩ এর ২৪(১) অনুযায়ী জনাব মোঃ শামীম রেজাকে উল্লেখিত পরিষদের ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেইছেন।
এ ছাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয় ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর সিদ্দিকুর রহমান ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু পরে দেবাশীষ মিশ্র জয় তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এবং সিদ্দিকুর রহমানের কাগজপত্রের ত্রুটি থাকার কারণে বাতিল বলে গণ্য করেন।