যশোরে পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ দুইজনকে আটক

jessore atok map

যশোরে আলাদা অভিযানে মাদক দ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের এসআই কাজী আব্দুল মান্নান জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরের চাঁচড়া মোড় থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ মুজিবর বিশ্বাস (৫২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানাস্থ পুটখালি পশ্চিমপাড়ার মৃত দাউদ আলী বিশ্বাসের ছেলে।

কোতয়ালি থানার এসআই মিনারা আলম জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের খড়কী আপনের মোড় থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাদশা ফয়সাল (৩৪) নামে এক যুবককে আটক করা হয়। সে রেলগেট পশ্চিমপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে।