গোপালগঞ্জে বাস, ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দির লালমীম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের আবু রাহেন শেখের দুই ছেলে আবুল বাশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), একই গ্রামের চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৯) এবং একই উপজেলার দিগনগর গ্রামের আবুল কালাম সিকদারের ছেলে ইয়ার আলী সিকদার (৩৮)।
স্থানীয়দের বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহীবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে অপর দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইক, বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই ইজিবাইক যাত্রী সবজি ব্যবসায়ী বাশার শেখ ও তার ভাই খায়ের শেখ নিহত হন।
এ সময় ইজিবাইকচালক নিহত বাশার ও খায়ের শেখের ভাগনা হাসান শেখ এবং যাত্রী ইয়ার আলী সিকদার মারাত্মক আহত হন। শঙ্কটজনক অবস্থায় ইয়ার আলী ও হাসানকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাদের মৃত্যু হয়। ইজিবাইকের অপরযাত্রী সুষমা বিশ্বাস (৩০) আহত হয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। নিহতরা মুকসুদপুর উপজেলার বড়ইতলা থেকে ইজিবাইকে টেকেরহাটে যাচ্ছিলেন।
ঘটনাস্থলে নিহত বাশার শেখ ও খায়ের শেখের মরদেহ বিকেলে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মো. হাবিবুর রহমান। ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর দুইজন নিহতের মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান ওই এসআই।