অন্তর্বর্তী সরকারকে আ. লীগ নেতা হানিফের অভিনন্দন

mahabubul alam hanif
ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার (০৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজ নামের পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়ে এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।